Emon Bhajan Jogyo Deho Peye Lyrics (এমন ভজন যোগ্য দেহ পেয়ে) Devotional Song

Emon Bhajan Jogyo Deho Peye Song Lyrics Written and Tune by Traditional (Collection). Emon Bhajan Jogyo Deho Peye Bengali Devotional Song Sung by Bimolendu Dash Bipresh.

Song Title:-
Emon Bhajan Jogyo Deho Peye (এমন ভজন যোগ্য দেহ পেয়ে)Lyrical | Bimolendu Dash Bipresh | Aalo

Song Information:-

Song: Emon Bhajan jogyo deho peye
Lyrics & Tune: Traditional
Artist: Bimolendu Dash Bipresh
Music Direction: Dr.Tapan Roy
Music Arrangement: Nilotpal Chakraborty
Musicians: Prasenjit Sil, Soumyajyoti Ghosh, Subrata Basu, Yashajit Biswas, Nilotpal Chakraborty
Recordist: Gautam Debnath (Studio Kusum)





Emon Bhajan Jogyo Deho Peye Lyrics In Bengali:


এমন ভজন যোগ্য দেহ পেয়েও
ভজন করলাম না,
এমন ভজন যোগ্য দেহ পেয়েও
ভজন করলাম না।

ভজবো বলে...
আশা ছিলো গো,
ওগো গুরু আমার স্বভাবদোষে
হলো না, হলো না।

ভজন যোগ্য দেহ পেয়েও
ভজন করলাম না,
এমন ভজন যোগ্য দেহ পেয়েও
ভজন করলাম না।

গুরু গো, গুরু গো...
মন হইল না মনের মত,
আমি মনরে বোঝাবো কত?
দিবানিশি শুনে কুমন্ত্রণা।

দয়াল গুরু গো, গুরু গো...
মন হইল না মনের মত,
আমি মনরে বোঝাবো কত?
দিবানিশি শুনে কুমন্ত্রণা।

অধমেরই এই মিনতি গো...
ওগো গুরু আমায় চরণ ছাড়া
কইর না, কইর না।

ভজন যোগ্য দেহ পেয়েও
ভজন করলাম না,
এমন ভজন যোগ্য দেহ পেয়েও
ভজন করলাম না।

গুরু গো, গুরু গো...
পুতুল খেলার পুতুল আমি,
যেমনি নাচাও তেমনি নাচি
ভালো-মন্দ কিছুই বুঝিনা।

দয়াল গুরু গো, গুরু গো...
পুতুল খেলার পুতুল আমি,
যেমনি নাচাও তেমনি নাচি
ভালো-মন্দ কিছুই বুঝিনা।

ভজবো বলে...
আশা ছিলো গো,
ওগো গুরু আমার স্বভাবদোষে
হলো না, হলো না।

ভজন যোগ্য দেহ পেয়েও
ভজন করলাম না,
এমন ভজন যোগ্য দেহ পেয়েও
ভজন করলাম না।।

মানবজনম বড়োই সুন্দর, কিন্ত আমরা সেই সুন্দর জীবনকে কেবল ভোগের মধ্যে দিয়েই কাটাই। না আমরা ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিতে পারি, না পারি দয়ালের কাছে ঠিকমত প্রার্থনা করতে। প্রচলিত কথা ও সুরে এমন ভজন যোগ্য দেহ পেয়ে গানটিতেও ফুটে উঠেছে জীবনকে, দেহকে অপচয় করার সেই আক্ষেপ। বিমলেন্দু দাস বিপ্রেশ এর কন্ঠে এই গানটি পুনরায় আয়োজন করেছেন ডঃ তপন রায়। অপূর্ব এই গানটি শুনে নিন শুধুমাত্র "আলো" তে। ধন্যবাদ!!