Bojhona Song Lyrics Written, and Composition by Jhonti Chakraborty. Bojhona Song Sung by Rupak Tiary.
Song Title:-
Bojhona | @rupaktiary, Jhonti | Srimayee, Usnish | Srijit (Official Video)
Song Information:-
Song: Bojhona
Singer: Rupak Tiary
Lyrics & Composition: Jhonti Chakraborty
Music: Rupak Tiary
Starrin:g Srimayee Chatterjee and Usnish Chatterjee
Story, Screenplay & Direction: Srijit Banerjee
Cinematography & Edits: Rajpratim Banik & Srijit Banerjee
DI Colorist: Rajpratim Banik
Bojhona Song Lyrics In Bengali:
ঝমঝমে কোনো বৃষ্টিতে ভিজে
তোমার সামনে দাঁড়িয়ে,
চোখের জলের গুরুত্ব তুমি বোঝো না।
চোখে চোখ রেখে চোখ ভিজে গেছে
বৃষ্টির জলে হারিয়ে,
চোখের জলের গুরুত্ব তুমি বোঝো না
বোঝোনা... বোঝোনা... বোঝোনা...
একাকী, একা কি?
মেঘলা হয়ে থাকে মন,
তোমায় ছুঁলে ঝড় আসে
সেই মুহূর্তে বিপদ যাপন।
একাকী, একা কি?
মেঘলা হয়ে থাকে মন,
তোমায় ছুঁলে ঝড় আসে
সেই মুহূর্তে বিপদ যাপন।
থমথমে কোনো অন্ধ গলিতে
তোমার সামনে দাড়িয়ে,
মনের কথা বললে
তুমি বোঝোনা।
আলোয় আলোয় আকাশ গোলাপি
কালবৈশাখী হাওয়াতে,
মনের কথা বললে
তুমি বোঝোনা
বোঝোনা... বোঝোনা... বোঝোনা...
ভুল করে,
ভুল করে প্রেম হয়েছে অকারণে,
বিনা পূর্বাভাসে, বাঁধ ভাঙে
তুমিও জানো গোপনে।
ভুল করে,
ভুল করে প্রেম হয়েছে অকারণে,
বিনা পূর্বাভাসে, বাঁধ ভাঙে
তুমিও জানো গোপনে।
দুরু দুরু বুকে মাঝ দরিয়ায়
তোমার সামনে দাড়িয়ে,
আমার গন্ধে ভালোবাসা তুমি
বোঝোনা।
শেষ থেকে শুরু যদি করা যায়
বৃষ্টি সোঁদা মরশুমে,
আমার গন্ধে ভালোবাসা
তুমি বোঝোনা
বোঝোনা... বোঝোনা... বোঝোনা...