Vule Gecho Bondhu Tumi Lyrics (ভুলে গেছো বন্ধু তুমি) Monira Dewan Sad Song

Vule Gecho Bondhu Tumi Song Lyrics Written by Adnan Kabir. Vule Gecho Bondhu Tumi Bangla Sad Song Sung by Monira Dewan.

Song Title:-
ভুলে গেছো বন্ধু তুমি নতুন মানুষ পাইয়া | Vule Gecho Bondhu Tumi | Monira Dewan | Bangla Sad Song 2023

Song Details:-

Song: Vule Gecho Bondhu Tumi
Singer: Monira Dewan
Lyrics & Tune: Adnan Kabir
Music: Joy Dev Sobuj
Cast: Mohima & Mahin
Director: Sm Eleyas
Label : Antor Multimedia



Vule Gecho Bondhu Tumi Lyrics In Bangla:

ভুলতে বলেছো তুমি
ভুলে যাবো আমি,
শুধু জানতে চাই বন্ধু
কে ছিলো এতো দামী।

কার কারণে আমায় ছাড়লা
পরকে বুকে জায়গা দিলা,
আমায় কান্দাইয়া!

ভুলে গেছো বন্ধু তুমি
নতুন মানুষ পাইয়া গো,
ভুলে গেছো বন্ধু তুমি
নতুন মানুষ পাইয়া।

ভুলে গেছো বন্ধু তুমি
নতুন মানুষ পাইয়া গো,
ভুলে গেছো বন্ধু তুমি
নতুন মানুষ পাইয়া।

ভুল পিরিতে পড়ে আমার
জীবন এলোমেলো,
আমায় রাইখা বেঈমান বন্ধু
এখন অন্যের ঘরের আলো।

ওহ... ভুল পিরিতে পড়ে আমার
জীবন এলোমেলো,
আমায় রাইখা বেঈমান বন্ধু
এখন অন্যের ঘরের আলো।

কি যে আগুন আমার বুকে
মরি তার যন্তনাতে,
ছটফট করিয়া!

ভুলে গেছো বন্ধু তুমি
নতুন মানুষ পাইয়া গো,
ভুলে গেছো বন্ধু তুমি
নতুন মানুষ পাইয়া।

ভুলে গেছো বন্ধু তুমি
নতুন মানুষ পাইয়া গো,
ভুলে গেছো বন্ধু তুমি
নতুন মানুষ পাইয়া।

মনে যদি পড়ে ওগো
কেঁদে না তুমি,
তোমার চোখের চলের নদী
দেখতে চাইনা আমি।

ওহ.. মনে যদি পড়ে ওগো
কেঁদে না তুমি,
তোমার চোখের চলের নদী
দেখতে চাইনা আমি।

ভালো থেকো বন্ধু তুমি
এই প্রার্থনা করি আমি
জনম ভরিয়া!

ভুলে গেছো বন্ধু তুমি
নতুন মানুষ পাইয়া গো,
ভুলে গেছো বন্ধু তুমি
নতুন মানুষ পাইয়া।

ভুলে গেছো বন্ধু তুমি
নতুন মানুষ পাইয়া গো,
ভুলে গেছো বন্ধু তুমি
নতুন মানুষ পাইয়া।

ভুলে গেছো বন্ধু তুমি নতুন মানুষ পাইয়া গানটি গেয়েছেন মনিরা দেওয়ান। ভুলে গেছো বন্ধু তুমি গানটির লিরিক্স লিখেছেন আদনান কবির। ধন্যবাদ!!
Previous
Next Post »