Maa Go Tara O Shonkori Song Lyrics Written and Composer by Ramprasad Sen. Maa Go Tara O Shonkori Bengali Shyama Sangeet Sung by Gurujeet Singh.
Song Title:-
Maa Go Tara O Shonkori (মা গো তারা ও শঙ্করী)-Lyrical | Gurujit Singh | Ramprasad Sen | Aalo
Song Information:-
Song: Maa Go Tara O Shonkori
Singer: Gurujeet Singh
Composer & Lyrics: Ramprasad Sen
Label: Aalo
Maa Go Tara O Shonkori Lyrics In Bengali:
মাগো তারা ও শঙ্করী
মাগো তারা ও শঙ্করী,
তুমি কোন অবিচারে আমার উপর
করলে দুঃখের ডিক্রি জারি।
কোন অবিচারে আমার উপর
করলে দুঃখের ডিক্রি জারি,
মাগো তারা ও শঙ্করী
মাগো তারা ও শঙ্করী।
একা আসামী ছ'টা পেয়াদা
বল মা কীসে সামাই করি,
একা আসামী ছ'টা পেয়াদা
বল মা কীসে সামাই করি।
আমার ইচ্ছা করে ওই ছ'টারে
গরল খাইয়ে প্রাণে মারি,
ইচ্ছা করে ওই ছ'টারে
গরল খাইয়ে প্রাণে মারি।
মাগো তারা ও শঙ্করী
মাগো তারা ও শঙ্করী।
পলাইতে স্থান নাই মা
বল মা কিবা উপায় করি,
পলাইতে স্থান নাই মা
বল মা কিবা উপায় করি।
ছিলো স্থানের মধ্যে অভয় চরণ
তাও নিয়েছেন ত্রিপুরারী,
ছিল স্থানের মধ্যে অভয় চরণ
তাও নিয়েছেন ত্রিপুরারী।
মাগো তারা ও শঙ্করী
মাগো তারা ও শঙ্করী।
পেয়াদার রাজা কৃষ্ণচন্দ্র
তার নামেতে নিলাম জারি,
পেয়াদার রাজা কৃষ্ণচন্দ্র
তার নামেতে নিলাম জারি।
রামপ্রসাদেরে দায় ঠেকায়
বসে আছো রাজকুমারী,
রামপ্রসাদেরে মা গো আমার
প্রসাাদেরে দায় ঠেকায়ে
বসে আছো রাজকুমারী।
মাগো তারা ও শঙ্করী
মাগো তারা ও শঙ্করী
তুমি কোন অবিচারে আমার উপর
করলে দুঃখের ডিক্রি জারি,
কোন অবিচারে আমার উপর
করলে দুঃখের ডিক্রি জারি।
মাগো তারা ও শঙ্করী
মাগো তারা ও শঙ্করী,
মাগো তারা ও শঙ্করী
মাগো তারা ও শঙ্করী।
মা তারার চরণে ঠাঁই পাওয়ার আকুতি প্রকাশ পেয়েছে এই গানে। শুনুন গুরুজিৎ সিং এর কণ্ঠে রামপ্রসাদী গান, মা গো তারা ও শঙ্করী শুধুমাত্র আলো-তে।