Dukh Dile Buk Pete Nebo Song Lyrics Written and Tune by Kubir Gonsai. Dukh Dile Buk Pete Nebo Bengali Folk Song Sung by Mousumi Chatterjee.
Song Title:-
Dukh Dile Buk Pete Nebo (দুখ দিলে বুক পেতে নেব )Audio Lyrical | Mousumi Chatterjee |Kubir Gonsai | Aalo
Song Credits:-
Song: Dukh Dile Buk Pete Nebo
Lyrics & Tune: Kubir Gonsai
Singer: Mousumi Chatterjee
Music Direction: Dr.Tapan Roy
Music Arrangement: Nilotpal Chakraborty
Musicians: Prasenjit Sil, Soumyajyoti Ghosh, Subrata Basu, Yashajit Biswas, Nilotpal Chakraborty
Recordist: Gautam Debnath (Studio Kusum
Dukh Dile Buk Pete Nebo Lyrics In Bengali:
দুঃখ দিলে বুক পেতে নিবো
দুঃখ দিলে বুক পেতে নিবো,
যতদিন বাঁচে এ জীবন
দেখবো তোমার দেখবো তোমার
সুবিচার কেমন?
ও দয়াল, দেখবো তোমার
দেখবো তোমার সুবিচার কেমন।
দুঃখ দিলে বুক পেতে নিবো
দুঃখ দিলে বুক পেতে নিবো,
যতদিন বাঁচে এ জীবন
দেখবো তোমার দেখবো তোমার
সুবিচার কেমন।
ও দয়াল, পাপের বোঝা
আমার মাথায় বইতে নারি
ঘাড় ভেঙে যায়।
ও দয়াল, পাপের বোঝা
আমার মাথায় বইতে নারি
ঘাড় ভেঙে যায়।
তুমি আমায় ফেলে পালাবে কোথায়
ও তুমি আমায় ফেলে পালাবে কোথায়?
রাখবো ধরে ওই চরণ।
গুরু করবো না নড়ন-চরন
দেখবো তোমার দেখবো তোমার
দেখবো তোমার সুবিচার কেমন।
ও দয়াল, ছেঁড়া কাঁথা
বাঁধলাম গলে,
জাত দিলাম পেট ভরবে বলে।
ও দয়াল, ছেঁড়া কাঁথা
বাঁধলাম গলে,
জাত দিলাম পেট ভরবে বলে।
আমি করবো না শমনের ভয়
ও দয়াল আমি করবো না শমনের ভয়,
আমার কঠিন হৃদয়।
আমি করবো ওই চরণ সাধন
দেখবো তোমার দেখবো তোমার
সুবিচার কেমন।
ও দয়াল, তোমার প্রেমে যে হয় মাতাল
তারে করো তুমি হাল সে বেহাল,
ও দয়াল, তোমার প্রেমে যে হয় মাতাল
তারে করো তুমি হাল সে বেহাল।
আবার তার ভিটেতে
চড়াও ঘুঘুর পাল,
দয়াল তার ভিটেতে
চরাও ঘুঘুর পাল।
জল পড়া ভূত নয় রে কুবির
গুরু বাঁধা আছে শ্রীচরণ,
আমার বাঁধা আছে শ্রীচরণ।
দেখবো তোমার দেখবো তোমার
সুবিচার কেমন।
দুঃখ দিলে বুক পেতে নিবো
দুঃখ দিলে বুক পেতে নিবো,
যতদিন বাঁচে এ জীবন
দেখবো তোমার দেখবো তোমার
সুবিচার কেমন?
ও দয়াল, দেখবো তোমার
দেখবো তোমার সুবিচার কেমন।
ও দয়াল, দেখব তোমার
দেখব তোমার সুবিচার কেমন।
দয়ালের পায়েই তো আমাদের বাস, তার চরণ বুকে নিয়েই তো আমাদের পথ চলা। দুঃখ হোক বা সুখ সবই তার হাতে, তার কাছে প্রার্থনা করা ছাড়া মুক্তির কোনও পথ নেই। মৌসুমী চট্টোপাধ্যায়-এর কন্ঠে কুবির গোঁসাই এর লেখা "দুখ দিলে বুক পেতে নেব" গানটিকে নতুন করে Arrange করেছেন ডঃ তপন রায় । অসাধারণ এই গানটি শুনে নিন কেবলমাত্র "আলো" - তে। ধন্যবাদ!!