Bondhure Tui Eto Pashan Lyrics (বন্ধুরে তুই এতো পাষাণ) Sad Song

Bondhure Tui Eto Pashan Sad Song Lyrics Written by Antor Hasan. Bondhure Tui Eto Pashan Song Sung by F A Sumon.

Song Title:-
বন্ধুরে তুই এতো পাষাণ | FA Sumon | Bondhure Tui | Puja Saha | Official Music VIdeo | Bangla Song

Song Details:-

Song: Bondhure Tui
Singer: F A Sumon 
Lyrics: Antor Hasan
Composition: F A Sumon
Music: Jami Ul Hasan 
Mix Master: F A Sumon
Cast: Puja Saha,Tanmoy & Anirban
DOP: Prince
Editor: Niamul Hassan
Colour: S.M. Tushar
Direction: Antor Multimedia Team
Label: Antor Multimedia

Bondhure Tui Eto Pashan Lyrics In Bengali:


বন্ধুরে রে তুই এতো পাষাণ
হয় না তুলনা,
বন্ধুরে রে তুই করলি কেন
এমন ছলনা।

বন্ধুরে রে তুই এতো পাষাণ
হয় না তুলনা,
বন্ধুরে রে তুই করলি কেন
এমন ছলনা।

হৃদয় আমার চেয়ে নিয়ে 
সাজালি তুই ব্যাথা দিয়ে,
এই কি রে তোর প্রেমের উপহার?
তুই তো আমায় গেছিস ভুলে 
ডুবি আমি চোখের জলে 
বুকে শুধুই তোরি হাহাকার।

বন্ধুরে রে তুই এতো পাষাণ
হয় না তুলনা,
বন্ধুরে রে তুই করলি কেন
এমন ছলনা।

ফুল যদি লাগতো গায়ে 
দিতাম আমার বুক এগিয়ে,
এতো মায়ার দামতো দিলি না 
এই যে এতো ভালোবাসি!
দুঃখ দিলেও ফিরে আসি 
তবুও তুই আমায় চিনলি না।

তুই তো আমায় গেছিস ভুলে 
ডুবি আমি চোখের জলে 
বুকে শুধুই তোরি হাহাকার।

বন্ধুরে রে তুই এতো পাষাণ
হয় না তুলনা,
বন্ধুরে রে তুই করলি কেন
এমন ছলনা।

আমি তো নয় চন্দনের কাঠ 
পুড়ছি তবু চিতায় দিন রাত, 
ভালোবাসায় ভুল তো ছিলো না!
একলা আমি শূন্য ভিটায় 
ভাঙ্গে জীবন জোয়ার ভাটায় 
একদিন ওতো খবর নিলি না।

তুই তো আমায় গেছিস ভুলে 
ডুবি আমি চোখের জলে 
বুকে শুধুই তোরি হাহাকার।

বন্ধুরে রে তুই এতো পাষাণ
হয় না তুলনা,
বন্ধুরে রে তুই করলি কেন
এমন ছলনা।

বন্ধুরে তুই এতো পাষাণ গানটির লিরিক্স লিখেছেন অন্তর হাসান। বন্ধুরে তুই এত পাষাণ গানটি গেয়েছেন এফ এ সুমন। ধন্যবাদ!!
Previous
Next Post »