Tripura Sundori Maa Shyama Sangeet Sung by Keshab Dey. Music Composed by Keshab Dey. Tripura Sundori Maa Song Lyrics Written by Somraj Das. Music Arranged, Mixing, And Mastering by Arnab Chowdhury.
Song Title:-
Tripura Sundori Maa | ত্রিপুরা সুন্দরী মা | Keshab Dey | Shyama Sangeet | Bhakti Geeti | Devotional
Tripura Sundori Maa Song Details:-
Song: Tripura Sundori Maa
Singer: Keshab Dey
Music: Keshab Dey
Lyrics: Somraj Das
Arrangement: Arnab Chowdhury
Guitar Design: Jakiruddin Khan
Flute: Swarajit Ratul
Mix & Mastering: Arnab C
Vox Dub: KD's Music Planet 2.O
Tripura Sundori Maa Lyrics In Bengali :
মা গো তুমি জগৎময়ী
হৃদয়ে আমার,
মাতাবাড়ি শক্তিপীঠে
করুণার আঁধার।
ঠাঁই পেলে ঐ আঁচলে
চাই না মা গো রাজা হতে,
মা গো তুমি জগৎময়ী
হৃদয়ে আমার!
করেছি মা চরণতলে
নিজেকে উজার।
ও মা, ও মা
ত্রি-পুরেশ্বরী মা,
ও মা, ও মা
ত্রি-পুরেশ্বরী মা...
মোহ মায়া ভাসাই জলে
দুনিয়া যে, পাগল বলে,
এ বুকেতে তোমায় পুঁজি
রক্ত জবা দিয়ে।
মা, মন ডুবে যায় অতলে
ত্রিপুরা সুন্দরীর ছলে,
শক্তিপীঠে তোমায় খুঁজি
আরতি সাজিয়ে।
তুমি ধরণী মা
মা গো জননী মা,
আমার সুখের অভিসার।
ঠাঁই পেলে ঐ আঁচলে
চাই না মা গো রাজা হতে,
মা গো তুমি জগৎময়ী
হৃদয়ে আমার!
করেছি মা চরণতলে
নিজেকে উজার।
ও মা, ও মা
ত্রি-পুরেশ্বরী মা,
ও মা, ও মা
ত্রি-পুরেশ্বরী মা।...
কামনা বাসনা যত
ঘিরে ধরে অবিরত,
হৃদয়ও কমলে মাগো
রেখেছি তোমায়।
ঘুমিয়েছি তোমার কোলে
যেও না গো হঠাৎ চলে,
স্নেহভরা ঐ কাজলে
বেঁধো মা আমায়।
ঠাঁই পেলে ঐ আঁচলে
চাই না মা গো রাজা হতে,
মা গো তুমি জগৎময়ী
হৃদয়ে আমার!
করেছি মা চরণতলে
নিজেকে উজার।
ও মা, ও মা
ত্রি-পুরেশ্বরী মা
ও মা, ও মা
ত্রি-পুরেশ্বরী মা।...
জগত জননী মা ত্রীপুরেস্বরি- র অগাধ মায়া ও মহীমা সম্পর্কে আপনারা সকলেই ইতিমধ্যে অবগত..মায়ের কাছে খালি হতে গেলেও মা তার সন্তানকে কখনো খালি হাতে ফেরান না..ভক্তি শ্রদ্ধা এবং নিষ্ঠা নিয়ে ডাকলে মা পূরণ করেন সকল মনস্কামনা... .
ত্রিপুরা সুন্দরী মা গানটি গেয়েছেন কেশব দে ত্রি-পুরেশ্বরী মা গানের লিরিক্স লিখেছেন সোমরাজ দাস। ধন্যবাদ!!