Klanto Sondhe Lyrics | ক্লান্ত সন্ধে | Ashok Singh

Klanto Sondhe Song Lyrics Written by Dipanjan Maiti. Klanto Sondhe Song Sung by Ashok Singh.

Song Title:-
ক্লান্ত সন্ধে | Klanto Sondhe | Ashok Singh | Dipanjan M | New Bengali Song

Song Information:-

Song: Klanto Sondhe
Singer & Composer: Ashok Singh
Lyrics: Dipanjan Maiti
Guitar Strokes: Sarnadip Saha
Guitar Rhythm: Subhasish Chakraborty
Music Production & Mix Master: Ashok Singh
Illustration & Animation: Anjan Banerjee




Klanto Sondhe Lyrics In Bengali:


ক্লান্ত সন্ধে ভিড়ে
পাখিরাও গেছে ফিরে,
ফেলে গেছে কার্নিশে
রোদ ছায়া আশকারা
সে বেহিসাব।

তোমার ফেরার পথ
আমার একলা ঘর,
বাতিল চিঠির সাথে
জুড়েছে সুখ প্রলাপ।

তুমি যে ফেরোনি জানি
আমারও হয় নি ফেরা
তবুও সন্ধে হলে।
এখনও স্মৃতিতে ঘেরা
চেনা গলি ঘরকুনো
বেদনায় বেদুইন,
আলগোছে ছুঁয়ে থাকে
অপেক্ষা অন্তহীন।

আমার এ গল্পে তুমি
বেপাড়া ভোর আজান,
তোমার গল্পে আমি
অচেনা নীল উজান।

আমার এ গল্পে তুমি
বেপাড়া ভোর আজান,
তোমার গল্পে আমি
অচেনা নীল উজান।

দিচ্ছে ইচ্ছে ডাকে
ছেঁড়া ঘুঁড়ি চারপাকে,
আকাশের আস্তিনে
স্বপ্নের বাগদান।

তুমি যে ভোলোনি জানি
আমারও হয় নি ভোলা,
তবুও সন্ধে হলে
স্মৃতিরা আশমহলা।
চেনা গলি ঘরকুনো
বেদনায় বেদুইন,
আলগোছে ছুঁয়ে থাকে
অপেক্ষা অন্তহীন।

ঘরে ফেরার পথে কিছু ভালোলাগার অভ্যেস একদিন স্মৃতি হয়ে গেলে প্রিয় মানুষের অপেক্ষারা গান হয়ে যায়। অন্তহীন ভালোলাগাদের সফরনামা সাথে করে উড়ে বেড়ানো পাখীরা ঘরে ফিরে গেলে পড়ে থাকে আমি আর আমাদের সেই গান সঙ্গে রোজদিনকার ক্লান্ত সন্ধে। ধন্যবাদ!!
Previous
Next Post »