Mon tui Kangali Kise Lyrics (মন তুই কাঙালি কিসে) Ramprasadi Shyama Sangeet

Mon tui Kangali Kise Song Lyrics Written and Composer by Ramprasad Sen. Mon tui Kangali Kise Bengali Shyama Sangeet Sung by Indranil Datta.

Song Title:-
Mon tui Kangali Kise | মন তুই কাঙালি কিসে | রামপ্রসাদী । Ramprasadi | Indranil Datta

Song Information:-

Song: Mon tui Kangali Kise
Singer: Indranil Datta
Lyrics & Composition: Ramprasad Sen
Music: Devjit Roy



Mon tui Kangali Kise Lyrics In Bengali:


মন তুই কাঙালি কীসে
মন তুই কাঙালি কীসে,
ও তুই জানিস নারে সর্বনেশে
মন তুই কাঙালি কীসে
মন তুই কাঙালি কীসে।



অনিত্য ধনের আশে
ভ্রমিতেছ দেশে দেশে,
অনিত্য ধনের আশে
ভ্রমিতেছ দেশে দেশে।

ও তোর ঘরে চিন্তামণি-নিধি
দেখিস রে তুই বসে বসে,
মন তুই কাঙালি কীসে
মন তুই কাঙালি কীসে।

মনের মতো মন যদি হও
রাখো রে যোগেতে মিশে,
মনের মতো মন যদি হও
রাখো রে যোগেতে মিশে।

যখন অজপা পুরিত হবে
ধরবে না আর কাল-বিষে,
মন তুই কাঙালি কীসে
মন তুই কাঙালি কীসে।

গুরুদত্ত রত্ন-তোড়া
বাঁধোরে যতনে কষে,
গুরুদত্ত রত্ন-তোড়া
বাঁধোরে যতনে কষে।

রামপ্রসাদের এই মিনতি
অভয়চরণ পাবার আশে,
দীন রামপ্রসাদের এই মিনতি
অভয়চরণ পাবার আশে।

মন তুই কাঙালি কীসে
মন তুই কাঙালি কীসে,
ও তুই জানিস নারে সর্বনেশে
মন তুই কাঙালি কীসে
মন তুই কাঙালি কীসে।

মন তুই কাঙ্গালী কিসে গানটির লিরিক্স লিখেছেন এবং সুর করেছেন সাধক রামপ্রসাদ সেন। মন তুই কাঙ্গালি কিসে বাংলা শ্যামা সংগীতটি গেয়েছেন ইন্দ্রনীল দত্ত। ধন্যবাদ!!
Previous
Next Post »