Rag Korona Rajputro Lyrics (রাগ করোনা রাজপুত্র) Romantic Song

Rag Korona Rajputro Song Lyrics Written, and Composition by Jhonti Chakraborty. Rag Korona Rajputro Romantic Song Sung by Biyas Sarkar.

Song Title:
Rag Korona Rajputro | Biyas S, Jhonti C, Debdeep B | Srimayee C, Ayan B (Official Music Video)

Song Information:

Song: Rag Korona Rajputro
Vocals: Biyas Sarkar
Lyrics & Composition: Jhonti Chakraborty
Music: Debdeep Banik
Recorded at: Orb Creation
Video: Ayan Banerjee
Asst: Pritam Bhattacharya



Rag Korona Rajputro Lyrics In Bengali:


রাগ করো'না রাজপুত্র
এমনি গেছে বেলা,
দুঃখে-সুখে থেকো আমার সাথে।
রাগ করো'না রাজপুত্র
আমার অভিমানও
তোমায় বেঁধে রাখার অজুহাতে।

রাগ করো'না রাজপুত্র
এমনি গেছে বেলা,
দুঃখে-সুখে থেকো আমার সাথে।
রাগ করো'না রাজপুত্র
আমার অভিমানও
তোমায় বেঁধে রাখার অজুহাতে।

তোমার বিশাল পৃথিবী
তাতে আমার খেলাঘর,
আমার পৃথিবী তুমি পুরোটা।
তোমার সরল হিসেবের
সহজ অঙ্ক যতটা,
আমার ততোই জটিল ধাঁধা।
বিনিসুতোয় হৃদয় বাঁধা
জটিল আরো জটিল ধাঁধা...
বিনিসুতোয় হৃদয় বাঁধা।

বলবার মতো কথা
পড়ে আছে যতটা
জীবন আজীবনেও না ফুরোবে।
আমার সুখী হৃদয়
হোক না হলে অপচয়
তোমার ছন্দে ছন্দ মিলিয়ে যাবে।

ভয় পেও না রাজপুত্র
তোমার হিমবাহে,
আসব ফিরে আবার বৃষ্টি হয়ে।
ভয় পেও না রাজপুত্র
প্রেমের ধ্বংসস্তূপে
আমি থাকবো শেষ সম্বল হয়ে।

ভয় পেও না রাজপুত্র
তোমার হিমবাহে,
আসব ফিরে আবার বৃষ্টি হয়ে।
ভয় পেও না রাজপুত্র
প্রেমের ধ্বংসস্তূপে
আমি থাকবো শেষ সম্বল হয়ে।

Previous
Next Post »