Amay Chara Kar Sathe Maro Filding Lyrics (আমায় ছাড়া কার সাথে মারো ফিল্ডিং) Khairul Bashar Song

Amay Chara Kar Sathe Maro Filding Song Lyrics Written and Sung by Khairul Bashar.

Song Title:-
Amay Chara Kar Sathe Maro Filding । আমায় ছাড়া কার সাথে মারো ফিল্ডিং । New Song

Song Details:-

Song: Amay Chara Kar Sathe Maro Filding
Lyrics: Khairul Bashar
Vocal: Khairul Bashar
Music: Khairul Bashar, Shawon Dali, Ismail Babu,
Dop & Edit: Shawon Dali
Label: Khairul Bashar



Amay Chara Kar Sathe Maro Filding Lyrics In Bengali:


আমি কল করলে তোমার মোবাইলে
পাই শুধু ওয়েটিং,
কল করলে তোমার মোবাইলে
পাই শুধু ওয়েটিং।
আমায় ছাড়া কার সাথে
মারো ফিল্ডিং ও ডার্লিং
আমায় ছাড়া কার সাথে মারো ফিল্ডিং।

তার সাথে দেখা হইলে
কয় আব্বু আমায় ফোন দিছে,
আব্বুর পরে আবার
বড় বইনে ফোন করছে।

তার সাথে দেখা হইলে
কয় আব্বু আমায় ফোন দিছে,
আব্বুর পরে আবার
বড় বইনে ফোন করছে।

একবার কয় বাবার কথা
আবার কয় বোনের কথা,
একবার কয় বাবার কথা
আবার কয় বোনের কথা।

তালবাহানা করবা কতদিন
তুমি তালবাহানা করবা কতদিন?
ও ডার্লিং, আমায় ছাড়া কার সাথে
মারো ফিল্ডিং ও ডার্লিং
আমায় ছাড়া কার সাথে মারো ফিল্ডিং।

ভালো না তার নমুনা
করে শুধু ছলনা,
হলো নারে হলো না
আশা পূরণ হলো না।

ভালো না তার নমুনা
করে শুধু ছলনা,
হলো নারে হলো না
আশা পূরণ হলো না।

নাই যে তোমার তুলনা
আমি তোমায় ভুলবো না,
নাই যে তোমার তুলনা
আমি তোমায় ভুলবো না।

তুমি হয়ছো এক নম্বর চিটিং
তুমি হয়েছ এক নম্বর চিটিং!
ও ডার্লিং,
আমায় ছাড়া কার সাথে
মারো ফিল্ডিং, ও ডার্লিং,
আমায় ছাড়া কার সাথে মারো ফিল্ডিং।

তোমায় ভেবেছিলাম আপন
ভেঙ্গে দিলা সরল মন,
কেন খেলা করো এমন
নিয়ে মানুষের মন।

তোমায় ভেবেছিলাম আপন
ভেঙ্গে দিলা সরল মন,
কেন খেলা করো এমন
নিয়ে মানুষের মন।

খায়রুল বাশার বলে যাই
তোমার সাথে কথা নাই,
খায়রুল বাশার বলে যাই
তোমার সাথে কথা নাই।

আর করবো না মোবাইলে চেটিং
আমি আর করবো না মোবাইলে চেটিং।
ও ডার্লিং,
আমায় ছাড়া কার সাথে
মারো ফিল্ডিং, ও ডার্লিং,
আমায় ছাড়া কার সাথে মারো ফিল্ডিং।

আমি কল করলে তোমার মোবাইলে
পাই শুধু ওয়েটিং,
কল করলে তোমার মোবাইলে
পাই শুধু ওয়েটিং।
আমায় ছাড়া কার সাথে
মারো ফিল্ডিং ও ডার্লিং
আমায় ছাড়া কার সাথে মারো ফিল্ডিং।

আমায় ছাড়া কার সাথে মারে ফিল্ডিং লিরিক্স লিখেছেন এবং গানটি গেয়েছেন খাইরুল বাশার।
Previous
Next Post »