Mayabee Song Lyrics Written And Sung by Ahmed Zaki from Blue Touch Band. Poem Lyrics Written by Shovon Ashraf. Starring: Ohona Nishi And Shovon Ashraf.
Song Title:-
Mayabee (মায়াবী) - Blue Touch (Official Lyrical Video)
Blue Touch Bangladesh Band Information:-
Vocal & Guitar: Ahmed Zaki
Drums & Acoustic Guitar: Shovon Ashraf (Guest)
Bass: Jeriko Costa
Keys & Guitar: Eshan Dhrubo (Guest appearance)
Band Manager: Shafin Sharkar
Mayabee Song Information:-
Song: Mayabee
Album: Prosthan
Lyrics & Tune: Ahmed Zaki
Recitation Lyrics: Shovon Ashraf
Recording Studio: Apogee Music Production
Mixing & Mastering: Eshan Dhrubo
Mayabee Lyrics In Bengali:
আজও চোখের কোনে
জমে আছে লোনা জল,
আজও কপালে জড়িয়ে আছে
তোমার চুম্বন।
আজও চোখের কোনে
জমে আছে লোনা জল,
আজও কপালে জড়িয়ে আছে
তোমার চুম্বন।
যদি তুমি চাও
ফিরিয়ে নিতে পারো সব,
যদি তুমি চাও
ফিরিয়ে নিতে পারো সব।
মায়াবী...
আমায় আর কোন জোছনা ডাকেনি,
মায়াবী...
কোটি বছর তোমায় দেখিনি।
মায়াবী...
আমায় আর কোন জোছনা ডাকেনি,
মায়াবী...
কোটি বছর তোমায় দেখিনি।
জমে থাকা অনুভূতিরা আজো
কাঁদছে বরষা হয়ে,
এপিটাফে রাজকন্যা তুমি
আমি পরাজিত প্রহরী।
ঝিঁঝিঁদের গানে
ডাকছে না আমাকে,
ঝিঁঝিঁদের গানে
ডাকছে না আমাকে।
জেগে আছি আমি
জানি না, জানি না
কিসের অপেক্ষায়।
মায়াবী...
আমায় আর কোন জোছনা ডাকে নি,
মায়াবী...
কোটি বছর তোমায় দেখি নি।
মায়াবী...
আমায় আর কোন জোছনা ডাকেনি,
মায়াবী...
কোটি বছর তোমায় দেখিনি।
কবিতা অংশ আবৃত্তিঃ
যা দিয়েছিলে
তার সবই আজ ফিরিয়ে নিলে?
নিয়ে যাও
আমাকে কিছুই ডাকছে না।
আমি মিশে যাই মায়া নামক
এক ক্ষতের গভীরে,
ডুবে যাই অতীতের ছড়িয়ে ছিটিয়ে থাকা
লক্ষাধিক ভুলের মায়ায়,
ভুলের মায়ায়।
Mayabee Lyrics In English: মায়াবী লিরিক্সঃ
Aajo chokher kone
Jome ache lona jol
Aajo kopale joriye ache
Tomar chumbon
Jodi tumi chao
Phiriye nite paro shob
Jodi tumi chao
Firiye nite paro sob
Mayabi
Amay aar kono jochona daake ni
Mayabi
Koti bochor tomar dekhi ni
Jome thaka anubhutira aajo
Kadche borsha hoye
Epitaph e rajkonna tumi
Ami porajito prohori
Jhijhi der gaane
Daakche na amake
Jege achi ami
Jani na jani na kiser opekkhay
Mayabee
Amay aar kono jochona daake ni
Mayabee
Koti bochor tomar dekhi ni